Saturday, March 15, 2025

Lisp- CD-VLX দিয়ে ১০ শতক জমি সুষম বন্টন


বিঃদ্রঃ বন্টনের সময় বাউন্ডারির চারিদিক আটকানো থাকতে হবে। না হলে Lisp কাজ করবে না।

১৫০' এবং ৭৫' এরিয়ার একটি প্লট থেকে ১০ শতাংশ জমির বন্টন প্রক্রিয়াঃ
(এজন্য ইঞ্চিতে প্রকাশ করে নিতে হবে আমরা জানি, ১ বর্গফুট = ১২ X ১২ = ১৪৪ বর্গইঞ্চি)

[জানতে হবে, ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
১ শতাংশে ৪৩৫.৬ X ১৪৪ = ৬২৭২৬.৪ বর্গইঞ্চি
সুতরাং যত শতক জমি নিব (যেমন ১০ শতক) তাকে ৪৩৫.৬ দিয়ে পুরন করতে হবে।
যেমন-
৪৩৫.৬ X ১০ = ৪৩৫৬ বর্গফুট
৪৩৫৬ X ১৪৪ = ৬২৭২৬৪ বর্গইঞ্চি (অর্থাৎ শতাংশকে বর্গ ইঞ্চিতে আনতে হবে)
 
AP  ↪▶
Select CD-VLX (CD-VLX টি ইনস্টল থাকতে হবে)
Load
Close
প্লটের উপর একটি দাগ টেনে রাখতে হবে। এটিই প্লটকে বন্টন করবে।
CD ↪▶
Select A বাহু
Select B বাহু
Click C এলাকা
627264 (হিসেব করে পাওয়া বর্গইঞ্চি সংখ্যাটি লিখতে হবে, এটি ১০ শতক জমির ইঞ্চিতে প্রকাশ)
↪▶
S (Click)
Ok

NB: জমির এরিয়া দেখতে হলে খন্ডনকৃত জমির বাউন্ডারি করে নিতে হবে। (অথবা Join করেও নিতে পারি। এজন্য বাকি অংশটুকু Trim করে ছেঁটে দিয়ে Join করতে হয়।)
বাউন্ডারির জন্য-
BO ↪▶
Pic Point (Click)
অতপর, খন্ডনকৃত এলাকায় Click করলে তা বাউন্ডারি হয়ে যাবে।
(বাউন্ডারিটির উপর Click করলে তা বুঝা যাবে এবং List করলে এর ক্ষেত্রফল দেখা যাবে)
LI ↪▶

No comments:

Post a Comment