Friday, March 14, 2025

Lisp- CD-VLX দিয়ে ৩ শতক জমি সুষম বন্টন

CD-VLX দিয়ে ৩ শতক জমি সুষম বন্টন

বিঃদ্রঃ বন্টনের সময় বাউন্ডারির চারিদিক আটকানো থাকতে হবে। না হলে Lisp কাজ করবে না।

১৫০' এবং ৭৫' এরিয়ার একটি প্লট থেকে ৩ শতাংশ জমির বন্টন প্রক্রিয়াঃ
(এজন্য ইঞ্চিতে প্রকাশ করে নিতে হবে আমরা জানি, ১ বর্গফুট = ১২ X ১২ = ১৪৪ বর্গইঞ্চি)

[জানতে হবে, ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট
১ শতাংশে ৪৩৫.৬ X ১৪৪ = ৬২৭২৬.৪ বর্গইঞ্চি
সুতরাং যত শতক জমি নিব (যেমন ৩ শতক) তাকে ৪৩৫.৬ দিয়ে পুরন করতে হবে।
যেমন-
৪৩৫.৬ X ৩ = ১৩০৬.৮০ বর্গফুট
১৩০৬.৮০ X ১৪৪ = ১৮৮১৭৯.২০ বর্গইঞ্চি (অর্থাৎ শতাংশকে বর্গ ইঞ্চিতে আনতে হবে)
 
AP  ↪▶
Select CD-VLX (CD-VLX টি ইনস্টল থাকতে হবে)
Load
Close
প্লটের উপর একটি দাগ টেনে রাখতে হবে। এটিই প্লটকে বন্টন করবে।
CD ↪▶
Select A বাহু
Select B বাহু
Click C এলাকা
১৮৮১৭৯.২০ (হিসেব করে পাওয়া বর্গইঞ্চি সংখ্যাটি লিখতে হবে, এটি ৩ শতক জমির ইঞ্চিতে প্রকাশ)
↪▶
S (Click)
Ok

NB: জমির এরিয়া দেখতে হলে খন্ডনকৃত জমির বাউন্ডারি করে নিতে হবে। (অথবা Join করেও নিতে পারি। এজন্য বাকি অংশটুকু Trim করে ছেঁটে দিয়ে Join করতে হয়।)
বাউন্ডারির জন্য-
BO ↪▶
Pic Point (Click)
অতপর, খন্ডনকৃত এলাকায় Click করলে তা বাউন্ডারি হয়ে যাবে।
(বাউন্ডারিটির উপর Click করলে তা বুঝা যাবে এবং List করলে এর ক্ষেত্রফল দেখা যাবে)
LI ↪▶

No comments:

Post a Comment