Tuesday, February 4, 2025

CAD-22 ©Layer

Layer  Link: Layer
AutoCAD-এ কখনো "O" Layerএ কাজ করা উচিৎ নয়। "O" Layer-টি ডিফল্ট হিসেবে Layer Window-এ থাকে।

Layer হলো কতগুলো কাজের সুশৃঙ্খল সন্নিবেশের স্তর।

কোনও Layer-এ কাজ করার জন্য সেই Layer-কে Select করে নিতে হয়।

Layer Window আনতে হলে
Layer ↪▶
Layer-এর বিভিন্ন অংশ আছেঃ

Name: এখানে Layer-এর নাম সংযোজন করা হয়।
যেমন, একটি Plot drawing এর ক্ষেত্রে Layer হতে পারে- Window, Door, Furniture, Piller, Balcony etc.
এভাবে প্রতিটি Layerকে Select করে ভিন্ন ভিন্নভাবে নির্দেশনা দেয়া যায়।
On: এটি ON কিংবা Of থাকলে সেই অনুযায়ী Layer অদৃশ্য কিংবা দৃশ্যমান হয়।
Freeze:
Lock: Layer-কে Lock কিংবা Unlock করে রাখা যায়।
Plot: কোনও Layer-কে Print করতে না চাইলে Plot এর Printer Symbolটিকে Click করে print অকার্যকর করা হয়।
Color: বিভিন্ন Layer-কে Color করে দিয়ে সেই Layer এর উপর সহজে কাজ করা যায়।
Layer Properties এ সব ByLayer করে রাখতে হয়।
Linetype: বিভিন্ন Line-কে Dot, ZigZag সহ নানান ডিজাইন এখান থেকে নির্দেশ করা যায়।
Lineweight:  বিভিন্ন Line-এর Thickness (সরু ও মোটা) বাড়ানো ও কমানো এখান থেকে নির্দেশ দেয়া যায়।
Transparency:
New VP Freeze:
Description: Layer-এ কোনও Note লিখে রাখা যায়।

NB: কোনও কাজ করা শেষ হয়ে গেলে যদি ভুলবশত Layer করা না হয় তবে তা ডিজাইন শেষেও করা যায়।
এরজন্য একটি একটি ড্রইং ধরে Layer এ গিয়ে Add করে নিতে হবে।

No comments:

Post a Comment