Wednesday, February 12, 2025

১৬" ম্যাপ স্কেলিং (Video)







মৌজা ম্যাপ ১৬" = ১ মাইল।
Insert 
Rester Image Reference...
Folder থেকে মৌজা ম্যাপ Select করে Open করতে হবে।
(বিঃদ্রঃ মৌজা ম্যাপ Jpg বা tif ফরমেটে Save থাকতে হবে)
Scale ↪▶
Specify on screen (এখানের টিক তুলে দিতে হবে)
3969 (নীচের পাওয়া সূত্র থেকে এ সংখ্যা বসাতে হবে)
Ok. (মাউস পয়েন্টারের সাথে ম্যাপটি দেখা যাবে)

16" = 1 Mile
16" = 1760 Yard
1760 X 3 feet
1760 X 3 X 12 inches
= 63360 inches
1" = 63360 ÷ 16
= 3960
অতঃপর ম্যাপকে সঠিক নিয়মে সেট করার জন্য Align করতে হবে।
(এজন্য, একটি ৩৩০' এর একটি রেখা ম্যাপের বাহিরে টানতে হবে। এবং ম্যাপের ড্রইং স্কেল থেকে ৩৩০' আনুমানিক একটি মাপ নিয়ে ড্রইং স্কেলের সাথে রাখতে হবে।)
Align ↪▶
Source এর এক বিন্দুতে Click করে Destination Point এর এক বিন্দুতে ক্লিক। আবার Source এর অপর বিন্দুতে Click করে Destination Point এর অপর বিন্দুতে ক্লিক।
↪▶
Yes
এর ফলে সম্পূর্ণ মৌজাটি 330' এ Align হয়ে যাবে।

No comments:

Post a Comment