Wednesday, January 29, 2025

CAD-16 ©Hatch

Hatch
কয়েকটি প্লটের মধ্যকার ভিন্নতা দেখানোর জন্য Hatch ব্যবহার করা হয়।

Select object
Hatch   ↪▶
Hatch এর বিভিন্ন Option থাকবে সেখান থেকে প্রয়োজনীয় Option ব্যবহার করতে হবে।






Breakline রাস্তা ড্রইং এর সময় এমন সাইন থাকলে বুঝায় যে এ রাস্তাটি সামনে আরও বর্ধিত আছে।






Trim করাঃ
(অতিরিক্ত অংশকে ছেঁটে ফেলা)

TR ↪▶
(Mouse এর সাথে যে পয়েন্টারটি দেখা যাবে তা দিয়ে অতিরিক্ত অংশকে Click করতে হবে।
অর্থ যে অংশটুকুকে ছেঁটে ফেলতে ইচ্ছুক তার উপর Click করলেই তা ছেটে যাবে।)
(আবার তা Extend করে বাড়িয়ে দিতে চাইলে Shift ধরে Mouse দিয়ে Lineকে Click করলে তা Extend হয়ে মিলে যাবে এবং Shift ছেড়ে দিয়ে Click করলে আবার Trim হতে থাকবে।




Extend করাঃ
(Trim এর ছেটে ফেলা অংশকে বাড়িয়ে দেয়া) 

Extend ↪▶
Select to Extend
এভাবে যতবার করা যাবে ততবারই Trim করা অংশটি বাড়িয়ে দিবে।
(Mouse এর সাথে যে পয়েন্টারটি দেখা যাবে তা দিয়ে অতিরিক্ত অংশকে Click করতে হবে।
অর্থ যে অংশটুকুকে ছেঁটে ফেলতে ইচ্ছুক তার উপর Click করলেই তা ছেটে যাবে।)
(আবার তা Extend করে বাড়িয়ে দিতে চাইলে Shift ধরে Mouse দিয়ে Lineকে Click করলে তা Extend হয়ে মিলে যাবে।

No comments:

Post a Comment