Wednesday, January 15, 2025

CAD-01 ©About AutoCAD

About AutoCAD
AutoCAD= Automatic Computer Aided Design.
AutoCAD হলো বিশ্বসমাদৃত একটি পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং ডিজাইন এ্যান্ড ড্রাফটিং সফটওয়্যার।

AutoCAD সফটওয়্যারটি AutoDesk এর একটি Product.

AutoDesk এর অনেক Software Product রয়েছে তারমধ্যে উল্যেখযোগ্য:
Autodesk 3Ds XMAX (3D Studio MAX)
Autodesk MAYA

Autodesk AutoCAD-
A) Engineering
B) Civil
C) Architecture
D) Mecanical
E) Electrical
F) Scientific
এছাড়া তাদের আরও বিভিন্ন ধরনের Product রয়েছে।
AutoCAD একটি ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার। উপরের সকল ডিপার্টমেন্টের ড্রইং এর দ্বারা সহজে করা যায়। কিন্তু ড্রইং এর জন্য প্রতিষ্ঠিত হতে হলে 2D, 3D, 3Ds অবশ্যই শিখতে হবে।

AutoCAD এর আবিষ্কারক John Wallace Walker. তিনি ছিলেন একজন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার। ১৯৮২ সালে তিনি AutoCAD প্রতিষ্ঠা করেন।

16 May 1949 সালে ইউনাইটেড স্টেটের ক্যালিফোর্নিয়ায় John Wallace Walker জন্মগ্রহণ করেন এবং 2024 সালের 02 February তিনি মৃত্যুবরণ করেন।

AutoCAD সফটওয়্যার ইনস্টলেশনের জন্য যেরকম কম্পিউটার প্রয়োজন:
My System:
Operating system: windows 10 Pro.
Processor: Ryzen-7, 5700G
RAM: 16GB DDR-4 3200 BUS
Display Resulation-1920X1080
Disk Space: 512GB.
Motherboard- Asus Tuf Gaming M Pro-2 B-450
Graphics card- Gforce RTX 4070ti.

No comments:

Post a Comment