Monday, January 20, 2025

CAD-07 ©Dimension- Alternate Units Tab-এ Dual Unite Dimension settings করা এবং Miter, Centimeter, Kilometer, Feet এ কনভার্ট করা

Dimension- Alternate Units Tab-এ
Dual Unite Dimension settings করা এবং Miter, Centimeter, Kilometer, Feet এ কনভার্ট করা।
(Dimension এ Inch এবং millimeter এই দুইটি দেখাবে)


Dimstyle Or D ↪▶
Modify
Tab-Alternate Units
Display alternate units

Unit format:    
 Decimal
Precision:
0'-0.0"

Multiplier for alt units: 1/12 (0.083333333333333)

Suffix: mm (millimeter এর জন্য কিংবা
Kilometer এর জন্য Km হবে)

After primary value
or
Below primary value

OK




Dual Unit Dimension এ Link-এর হিসাব নিতে হলে Multiplier for alta Unit এ 0.12626262626 Unit Set করতে হবে। এছাড়া এই উদ্দেশে আর কোথাও হাত দেওয়া যাবেনা।

NB: Multiplier for alt units এর 1/12 বা 0.083333333333333 এর বর্ণনা নীচে দেখানো হলোঃ
156'-11" কিংবা 130'-9" সংখ্যাকে ক্যালকুলেটরে ভাগ করে দেখাতে হবে।
সেক্ষেত্রে যা করতে হবেঃ {ধরি সংখ্যাটি 156 ফুট 11 ইঞ্চি}
সুতরাং যা হবে, 11 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করবো।
11/12 = 0.9166666666666667
0.9166666666666667 এই সংখ্যাটিকে 156 এর সাথে যোগ করে পাই- 156.9166...

আবার,
{ধরি সংখ্যাটি 130 ফুট 9 ইঞ্চি}
সুতরাং যা হবে,  9 ইঞ্চিকে 12 দিয়ে ভাগ করবো।
9/12 = 75
75 এই সংখ্যাটিকে 130 এর সাথে যোগ করে পাই- 130.75

তাহলে যা পাই, একটি লাইনের দৈর্ঘ্য Dimension দিয়ে মাপলে তা 130.75 কিংবা 156.9166... দেখাবে।

(নীচের Prefix এবং Length এ কিছু একটা নোট লিখে দিলে তা ড্রইংয়ে দেখাবে। এক্ষেত্রে দৈর্ঘ্য এবং ইঞ্চি দেয়া যেতে পারে তাহলে ওখানের বিষয়বস্তু কি তা বুঝা যাবে। নীচের চিত্রে সংখ্যার আগে ও পিছে Inch এবং mm লিখেছি তাই সেখানে Inch এবং mm এসেছে। যা উপরের Dimension Setup এ গিয়েও করেছি।)
Prefix: Length অথবা L (লেখা যেতে পারে)
Suffix: Millimeter অথবা mm (লেখা যেতে পারে)
















OK
Set Current
Close

No comments:

Post a Comment